ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জননেতা কাজী নাজমুল হোসেন তাপস। দুর্গাপূজা উপলক্ষে সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিনি পৌরসভা ও উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও আর্থিক অনুদান তুলে দেন।
পরিদর্শনকালে কাজী নাজমুল হোসেন তাপস পূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, “দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতির এক উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা আমাদের সবার দায়িত্ব।” তিনি পূজা উদযাপনকে শান্তিপূর্ণ ও আনন্দঘন করতে প্রশাসন, আয়োজক এবং সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।
এ সময় বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান এবং উৎসব নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হযরত আলী, এডভোকেট আনিসুর রহমান মন্জু , ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম সাবেক উপজেলা চেয়ারম্যান, এছাড়াও রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। পূজা মন্ডপগুলোতে দর্শনার্থী এবং ভক্তদের মাঝে উৎসবের আমেজে এক উচ্ছ্বাসপূর্ণ পরিবেশ বিরাজমান।